উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সালোনা ও লিভারপুল। কিন্তু এই্ সেমির আগে উয়েফা যুবলীগের ফাইনালে ইংলিশ দল চেলসির কাছে হেরেই বিদায় ঘটে গেল বার্সা যুবাদের।
সেমিফাইনালে বার্সাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে চেলসি।
এদিন ম্যাচের ২০ মিনিটে প্রথম এগিয়ে যায় বার্সা। তবে ৬৬ মিনিটে সমতায় ফেরে চেলসি। এরপর ৬৯ মিনিটে ফের এগিয়ে যায় বার্সা। তবে ৮৫ মিনিটে খেলায় সমতা ফেরায় চেলসি।
নির্ধারিত সময় খেলায় সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর সেখানেই নাটকিয়তায় জিতে যায় চেলসি।
প্রথম শটে গোল করে দুই পক্ষই। দ্বিতীয় শটে মিস করে চেলসি। গোল করে এগিয়ে যায় বার্সা। তৃতীয় শটেও গোল করে দুই পক্ষ। চতুর্থ শটে গিয়ে মিস করে বার্সা, গোল করে চেলসি। ফলে চার শট শেষে ফলাফল দাড়ায় ৩-৩। পঞ্চম শটেও গোল করে দুই পক্ষই।
এরপর ৬ষ্ঠ শটে গড়ায় খেলা। সেখানে মিস করে বার্সা। গোল করে চেলসি। আর তাতেই জয়ের আনন্দে মাতে ব্লুজরা।