স্পানিশ লা লিগায় আজকে মাঠে নামবে বার্সালোনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ লেভান্তে। আজকের ম্যাচটি জিতলেই শিরোপা নিশ্চিত করবে বার্সালোনা।
সাম্প্রতিক বছর গুলোতে স্পেনের ঘরোয়া লিগে বার্সারই আধিপত্য। সেই আধিপত্য বিস্তার করেই এবারও শিরোপা জিততে যাচ্ছে তারা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের থেকেও তারা এখন এগিয়ে আছে ৯ পয়েন্ট।
তবে আজকের ম্যাচটি জিতলেই যে বার্সালোনা চ্যাম্পিয়ন হবে তা কিন্তু নয়। বরং, এই ম্যাচে নামার আগেই শিরোপা জিতে যেতে পারে তারা।
সেজন্য অ্যাতলেটিকো মাদ্রিদকে হারতে হবে। বার্সার ম্যাচের আগে আ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচ রয়েছে এবং সেখানে তারা মুখোমুখি হবে ভ্যালোদলিদের। এই ম্যাচে তারা হারলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার।