রেনেসের বিপক্ষে হেরে মেজাজটাই যেন বিগরে গেল নেইমারের। দীর্ঘদিন পর মাঠে ফিরে একটি গোল করালেন, একটি গোল করলেন। কিন্তু তারপরও টাইব্রেকারে হেরে বিদায় নিতে হল তাদের।
এমন হারের পর আর নিজেকে শান্ত রাখতে পারছেন না নেইমার। দলের জুনিয়র সতীর্থদের প্রতি বিরক্তও প্রকাশ করেছেন তিনি।
নেইমার বলেন, “আমাদের আরও পরিপক্ক হতে হবে ড্রেসিং রুমে। আমাদের অবশ্যই একতা থাকতে হবে।”
“তাদের অবশ্যই বেশি কথা না বলে শোনা উচিত। কখনো কখনো অভিজ্ঞ কেউ কথা বলে। তখন তারা পাল্টা উত্তর দেয়। কোচ নিজে কথা বলে, তারা উত্তর দেয়। এভাবে একটা দল কখনো বেশিদূর যেতে পারেনা।”
“আমরা বেশি অভিজ্ঞতা সম্পন্ন, সুতরাং তাদের উচিত আমাদের একটু হলেও বেশি সম্মান করা, কথা শোনা। আমি এটাই করতাম যখন একাদশের বাইরে থাকতাম।”