ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই বেশ ভালো ভাবেই জমে উঠেছে। আর সেই জমে উঠা লড়াইয়ের শেষ পরিণতি দেখতে কেবল বাকি দুটি ম্যাচ।
গতকাল লিভারপুল জিতেছিল। সেই জয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে উঠে এসেছিল তারা। আজকে তাদের টপকে শীর্ষে উঠে এল ম্যানসিটি।
আজকের ম্যাচটি ছিল বার্নলীর মাঠে। তাই কিছুটা আশা শঙ্কা ছিল লিভারপুল ও ম্যানসিটি দুই দলেরই। ম্যাচে প্রথম ৬২ মিনিট পর্যন্ত ম্যানসিটিকে আটকেও রাখে বার্নলী।
কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৬৩ মিনিটে সার্জিও অ্যাগুয়েরুর করা একমাত্র গোলটিই হয়ে যায় ম্যাচের গতিপথ।
এদিকে দিনের আরেক ম্যাচে লিষ্টার সিটির কাছে আর্সেনাল হেরেছে ৩-০ গোলে। এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন মিলিয়ে যেতে বসেছে দলটির।