বিপদ যেন পিছু ছাড়ছেনা নেইমারের। একের পর এক দুঃসংবাদ লেগেই আছে তার পিছু। স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচে ইনজুরিত পড়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হয়ে পড়েছিলেন দর্শক। এরপর তার দলও বিদায় নিয়েছে।
তিন মাসের মত ইনজুরিতে থেকে মাঠে ফেরার সাথে সাথেই পেয়েছে আরেকটি দুঃসংবাদ। ম্যানইউ বনাম পিএসজি ম্যাচে দ্বিতীয় লেগে রেফারির ভুল নিয়ে সমালোচনা করায় তিন ম্যাচের নিষেদাজ্ঞা পেয়েছিলেন নেইমার। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
এরপর আরেকটি নিষেদাজ্ঞার মুখে এখন দাড়িয়ে আছেন নেইমার। ইনজুরি থেকে ফিরে দ্বিতীয় ম্যাচে ফ্রেঞ্চ কাপের ফাইনালে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে তার দুর্দান্ত পারফর্মেন্সের পরও ম্যাচ হেরেছে পিএসজি। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে আবার এক দর্শককে আঘাত করে বসেন নেইমার। সেই কারণে এখন কমপক্ষে তিন ম্যাচ এবং সর্বোচ্চ ৮ ম্যাচের নিষেদাজ্ঞার সামনে কবলে পড়তে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।
নেইমার অবশ্য ঘটনার পর ইনস্টগ্রামে এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তাতে ম্যাচ ব্যান হওয়া থেকে রেহাই পাচ্ছেন না এই তারকা।