স্পানিশ সুপার কাপের নতুন নিয়ম অনুমোদন করেছে স্পানিশ ফুটবল ফেডারেশন। নতুন এই নিয়মে চারদল নিয়ে অনুষ্ঠিত হবে স্পানিশ সুপার কাপ।
আগে স্পানিশ সুপার কাপে মুখোমুখি হত লা লিগা চ্যাম্পিয়ন ও কোপা ডেল রে চ্যাম্পিয়ন। যদি লা লিগা এবং কোপা ডেল রে একই দল চ্যাম্পিয়ন হত তাহলে সুপার কাপে কোপা ডেল রের রানার্সআপ দল আসত।
কিন্তু এখন নিয়ম পাল্টেছে। এখন থেকে সুপার কাপে খেলবে ৪ দল। কোপা ডেল রের দুই ফাইনালিষ্ট ও লা লিগার প্রথম দুই দল।
যদি কোপা ডেল এবং লা লিগা একই দল চ্যাম্পিয়ন হয় তাহলে লা লিগার তৃতীয় দলটি আসবে প্রতিযোগিতায়। এই হিসাবেই রিয়াল মাদ্রিদ যদি লিগে তৃতীয় হয় তাহলে স্পানিশ সুপার কাপে খেলার সুযোগ পাবে।