বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকে দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মৌসুমীরা সহজেই হারিয়েছে মঙ্গোলিয়াকে। ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩-০ গোলে। গোলগুলো করেন মনিকা, মার্জিয়া ও তহুরা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক গোলের সুযোগ মিস করে বাংলাদেশ। শেষে প্রথমার্ধের শেষ দিকে প্রথম গোলটি পায় বাংলাদেশ। মনিকা চাকমা বাঁ পায়ের ভলিতে মঙ্গোলিয়ার জাল কাঁপালে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশের মেয়েরা। মনিকার বাড়িয়ে দেয়া বল ধরে মার্জিয়া অফসাইড ট্র্যাপ ভেঙ্গে বক্সে ঢুকলে সামনে এগিয়ে আসেন মঙ্গোলিয়ার গোলরক্ষক। কিন্তু মার্জিয়া নিখুঁত প্লেসিংয়ে বল চলে যায় জালে।
৮৫ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল করেন বদলি স্ট্রাইকার তহুরা খাতুন। মনিকার পাস থেকে বল পেয়ে তহুরা যে শট নেন, তা মঙ্গোলিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় জালে।