আবহানীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার ভিসা নিয়ে হচ্ছিল ঝামেলা। শেষ দিকে ভিসা পেয়ে খেলা শুরুর মাত্র ঘন্টা কয়েক আগেই তিনি গিয়েছিল ভারত। তবে তাতেও কাজ হয়নি। ভারতের চেন্নাই এফসির কাছে আবাহানী হেরেছে ১-০ গোলে।
এটি ছিল এএফসি কাপে আবাহনীর তৃতীয় ম্যাচ। আর তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের দেখা পেল ঢাকার দলটি।
প্রথম ম্যাচে কাঠমান্ডুতে আবাহনী ১-০ হারিয়েছিল নেপাল চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদি ক্লাবকে। পরের ম্যাচে ঢাকায় তারা ২-২ গোলে ড্র করে ভারতের ক্লাব মিনারভা পাঞ্জাবের সঙ্গে। তৃতীয় ম্যাচে এসে হারলো ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।
এই ম্যাচটি আবাহনী হেরেছে আত্মঘাতী গোলে। চেন্নাইর এক তারকার শট আবাহনীর ব্রাজিলিয়ান তারকা ওয়েলিংটনের গায়ে লেগে চলে যায় জালে।