পিএসজির ব্রাজিলিয়ান তারকা থিয়াগো সিলভা। পিএসজি এবং ব্রাজিলের ডিফেন্সের সেরা ভরসার নাম থিয়াগো সিলভা। কিন্তু এই সিলভাকেই আগামী কোপা আমেরিকাতে মিস করতে পারে ব্রাজিল।
সিলভা পিএসজির হয়ে রেনেসের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনালেও খেলতে পারেনি ইনজুরির কারণে। এবার জানা গেছে তার অপারেশন করাতে হবে এবং সেজন্য তাকে আর এই মৌসুমে পাওয়া যাবে না।
ফ্রান্সের বিখ্যাত দৈনিক এল ইকুইপ জানিয়েছে, ব্রাজিলের এই প্রধান প্রহরী ২ থেকে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকবে অপারেশনের কারনে।
কোপা আমেরিকা আগামী জুন মাসের ১৪ তারিখে। এই টুর্নামেন্ট শুরু হবে আর মোটে দেড় মাসের মত বাকি। যার কারণে কোপা আমেরিকাতে পাওয়া যাবেনা হয়তো সিলভাকে।