উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বার্সালোনা ও লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে বার্সার মাঠ ন্যু-ক্যাম্পে।
এই ম্যাচে আগে ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছে লিওনেল মেসি। মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি বিশ্রাম পেয়েছেন এই মাসেই।
এপ্রিল মাসে মেসি বার্সার ৮টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে প্রথম একাদশে ছিলেন। এই সময়ে সে ৪৬৫ মিনিট খেলেছে ম্যাচ।
এর আগে ২০০৫/০৬, ২০০৭/০৮, ২০১২/১৩ মৌসুমেও মেসি এর চেয়ে কম সময় খেলেছিল ইনজুরির কারণে। সুস্থ মেসি কখনো এত বেশি বিশ্রাম পায়নি এর আগে কোন মাসে।
তবে মেসির এই বিশ্রামের কারণেই তাকে এখনো আর বেশি ভয়ানক হিসেবেই মাঠে দেখা যাচ্ছে। বড় ম্যাচ গুলোর জন্যই মেসির সম্মতি নিয়ে বার্সা কোচ তাকে এখন বিশ্রাম দিচ্ছেন বেশি। আর যে কারণে তাকে বিশ্রাম দেয়া, সেই বড় ম্যাচের একটিতে আজ লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে মেসি। দেখার বিষয়, আজকের ম্যাচে কি করতে পারেন এই বার্সা তারকা।