গতরাতেও বার্সার ম্যাচের একাদশে ছিলেন কৌতিনহো। কিন্তু সেখানে তিনি ছিলেন ব্যর্থ। ম্যাচে বার বারই তাকে হতাশ দেখা গেছে। আর এগুলো দেখে কৌতিনহোকে তার সঠিক স্থানে খেলানোর জন্য বার্সার নিকট আর্জি জানিয়েছে ক্লাবটির সাবেক ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ।
ম্যাচ শেষে কৌতিনহোকে নিয়ে তিনি বলেন, “তার জন্য সঠিক পজিশন খোজা সবচেয়ে গুরুত্বপূর্ন। এটা পরিষ্কার যে সে সাম্প্রতিক ম্যাচ গুলোতে ভুগছে। আপনি তার চেহারা এবং শারীরিক ভাষা দেখলেই বুঝতে পারবেন। কৌতিনহো যদিও গ্রেট খেলোয়াড় কিন্তু বার্সাতে খেলা সহজ নয়।”
“আমি মনে করি সে মিডফিল্ডে আরও অনেক বেশি ভালো করতে পারে। এখানে আসাটা ছিল তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমি মনে করি সে ইনিয়েস্তার রিপ্লেসমেন্ট। যদিও ইনিয়েস্তার রিপ্লেস কখনোই হবে না। কিন্তু তার পজিশনেই সবচেয়ে যোগ্য কৌতিনহো।”