গতকাল বুধবার পোর্তোর হয়ে অনুশীলনে হার্ট অ্যাটাক করে সাবেক রিয়াল মাদ্রিদ ও স্পেন লিজেন্ড ইকার ক্যাসিয়াসের। তারপর তাকে দ্রুতই পোর্তোর একটি হাসপাতালে নেয়া হয়।
সময় গড়ানোর সাথে সাথে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন সাবেক এই স্পানিশ লিজেন্ড। তবে এই সুস্থ হয়ে উঠলেও আর কখনোই মাঠে নামতে পারবেনা ক্যাসিয়াস।
পর্তুগীজন সংবাদমাধ্যম গুলোর উদ্ধৃতি দিয়ে স্পানিশ বিখ্যাত দৈনিক মার্কা জানিয়েছে, ইকার ক্যাসিয়াসের ক্যারিয়ারের শেষ হয়ে গেছে। তার শেষ ম্যাচ খেলা হয়ে গেছে। আর কখনোই তাকে দেখা যাবেনা ফুটবল মাঠে তিন পায়ার নিচে গ্লাভস হাতে দাড়াতে।
কিছুদিন আগেই পোর্তোর সাথে ২০২০ সাল পর্যন্ত চুক্তি করেছিলেন ক্যাসিয়াস। তবে এবার তাকে থামতে হচ্ছে ২০১৯ সালেই।