স্পানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের আর তিনটি ম্যাচ বাকি আছে। এই তিনটি ম্যাচের মধ্যে সবার আগে তাদের প্রতিপক্ষ ভিলারিয়াল। আর এই ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে আছেন ভিনিসিয়াস জুনিয়র।
ভিনিসিয়াস জুনিয়র দুই মাসেরও বেশি সময় ধরে ইনজুরিতে থাকার পর অনুশীলনে ফিরেছিলেন আরও আগেই। তবে কোচ জিদান তাকে অনেক দিন বিশ্রামের সময় দিয়েই মাঠে ফিরিয়েছেন যাতে করে পুনরায় ইনজুরিতে না পড়ে।
তবে একটি বিষয় লক্ষণীয়। সেটা হল, ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজামার মধ্যে দারুণ জুটি গড়ে উঠেছে এরই মধ্যে যা ভিলারিয়ালের বিপক্ষে পাবেনা রিয়াল। কেননা, বেনজামা ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন।