উয়েফা ইউরোপা কাপের সেমিফাইনালে গতরাতে মাঠে নেমেছিল দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও চেলসি। আর্সেনালের প্রতিপক্ষ ছিল স্পানিশ দল ভ্যালেন্সিয়া এবং চেলসির প্রতিপক্ষ ছিল জার্মান দল ফ্রাঙ্কফুর্ট। ম্যাচে আর্সেনাল জিতলেও জিততে পারেনি চেলসি।
আর্সেনালের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। আর্সেনালের হয়ে দুটি গোল করেন লাকাজেত্তা এবং একটি গোল করেন আউবামেয়াং। ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ডিয়াকহাবি।
প্রতিপক্ষের মাঠে এক গোল দেয়ায় তাই ভ্যালেন্সিয়া নিজেদের মাঠে ২-০ গোলে জিতলেই বিদায় নিবে আর্সেনাল।
অন্যম্যাচে ফ্রাঙ্কফুর্টের মাঠে ১-১ গোলে ড্র করেছে চেলসি। ম্যাচে জোভিকের গোলে প্রথমে ফ্রাঙ্কফুর্ট এগিয়ে গেলেও পেড্রোর গোলে সমতায় ফেরে চেলসি।
প্রতিপক্ষের মাঠে ১ গোল পাওয়ায় নিজেদের মাঠে গোলশূন্য ব্যবধানে ড্র করতে পারলেই ফাইনালে চলে যাবে চেলসি।