গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ছিল মেসি। তার গোল ৩৪টি। চলতি মৌসুমে বার্সার হয়ে লিগে এই ৩৪টি গোল করেছেন মেসি।
মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি ছিল কিলিয়ান এমবাপ্পে। তার গোল ছিল ৩০টি। মেসির সাথে শক্ত লড়াই হবে তার এমনটাই ভাবা হচ্ছিল।
কিন্তু সেই সম্ভাবনা এখন আর নেই। বলা যায় মেসিকে চ্যালেঞ্জ জানানোর মত প্লেয়ারই আর নেই এই মৌসুমে।
এমবাপ্পেকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে এক ম্যাচ মিস করেছেন তিনি। আরও দুটি ম্যাচ মিস করবেন এমবাপ্পে। আর এই কারণে মেসিকে টপকে যাওয়ার আর হচ্ছেনা এই ফরাসি তারকার।
মেসি ও এমবাপ্পের পর তৃতীয় যে তারকা আছে তার গোলও অনেক পেছনে। মাত্র ২৩টি। মেসি যদি আর কোন গোল নাও করে তাহলেও তাকে ধরতে প্রয়োজন ১১ গোল যা একেবারেই অলৌকিক না হলে কোন দিনও সম্ভব না।