ফুটবলের ঈশ্বর নামে একজনই পরিচিত। আর্জেন্টাইনরা তাদের বিশ্বকাপ জয়ী তারকা ডিয়াগো ম্যারাডোনাকে ফুটবল ঈশ্বর বলে থাকে। তবে এবার মরিনহো অন্য আরেকজনকে ফুটবল ঈশ্বর নামে অভিহিত করলেন। তিনি হলেন লিওনেল মেসি।
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের বার্সা ও লিভারপুলের ম্যাচকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়েই মেসিকে ফুটবল ঈশ্বর নামে অভিহিত করেন।
মরিনহো বলেন, “ফুটবল ঈশ্বর পুরো পার্থক্য তৈরি করে দিয়েছে। এটা ছিল সত্যিই অসাধারণ। আমি মনে করি সেই ম্যাচের পলাফল তৈরি করে দিয়েছে।”
“আমি মনে করিনা যে খুব বেশি দল ন্যু-ক্যাম্পে বার্সাকে হারাতে পারে। তবে লিভারপুল ইতিবাচক ছিল। তারা তিনটি সহজ সুযোগ তৈরি করেছে।”
“লিভারপুল এই ম্যাচে ৩-০ ফলাফল প্রাপ্য নয়। তারা আরও বেশি কিছু প্রাপ্য ছিল। আবার আমরা এটাও বলতে পাড়ি যে ম্যাচটি ৪-০ বা ৫-০ হতে পারত।”