জয় যেন ভুলেই গেছে পিএসজি। কোন ভাবেই জয় আসছেনা তাদের কাছে। লিলের বিপক্ষে ম্যাচের পর থেকেই দুর্গতি চলছে দলটির।
লিলের বিপক্ষে পিএসজি ৫-১ গোলে হেরেছিল। এরপরের ম্যাচেই নান্টেসের বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে।
এরপর মোনাকোর বিপক্ষে জিতলেও হেরেছে ফ্রেঞ্চ কাপে রেনেসের বিপক্ষে। সেই ম্যাচে হারের সাথে সাথে লাল কার্ড দেখেছিল এমবাপ্পে। যার কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
সেই ম্যাচ শেষে ভক্তের উপর মেজাজ হারিয়ে এখন নিষিদ্ধ হওয়ার শঙ্কায় আছেন নেইমার। এত কিছুর মধ্যেও পিএসজির সেই জয়হীন পথ চলছেই।
রেনেসের বিপক্ষে ম্যাচের পর দুটি ম্যাচ খেলেছে পিএসজি। এরমধ্যে মন্টিপিলিয়ের এর বিপক্ষে ৩-২ গোলে হেরেছে। আর আজকে নিসের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে।
এই ম্যাচেও গোল শূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৪৬ মিনিটে এগিয়ে যায় নিস। তবে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান নেইমার।
ম্যাচের শেষ মুহুর্তে এগিয়ে যাওয়ার সুবর্ন সুযোগ পায় পিএসজি। নেইমারকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। সেই পেনাল্টি নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু উরুগুইয়ান তারকা পেনাল্টি মিস করে বসেন। আর সেই মিসের খেসারত দিয়ে ম্যাচটি ড্র করে পিএসজি।