রিয়াল মাদ্রিদে করিম বেনজামা যেন ফরোয়ার্ড হিসেবে জায়গা দখল করেই রেখেছে। যার কারণে মারিয়ানো দিয়াজদের সব সময় থাকতে হত একাদশের বাইরেই।
অন্যদিকে জেসুস ভালেজ্জো ইনজুরির সাথে লড়াই করে মুল একাদশে আর জায়গা পাওয়া হত না। কিন্তু আজকে লা লিগার ম্যাচে এই বাতিল তারকাদের গোলেই ম্যাচ জিতেছে রিয়াল।
ম্যাচের মাত্র ২ মিনিটেই গোলের সূচান করেন দিয়াজ। ব্রাহিম দিয়াজের পাস থেকে গোলটি করেন স্পানিশ তারকা। তবে ১১ মিনিটেই গোল শোধ করে খেলায় সমতা নিয়ে আসে জেরার্ড মোরেনো।
বিরতির আগে ভালেজ্জোর গোলে ম্যাচে ফের এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতির পর নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে যায় মারিয়ানো। এবার সেবায়েসের পাস থেকে গোলটি করেন এই তারকা।
হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন মারিয়ানো। ব্রাহিমের জায়গায় নামা ভিনিসিয়াসের বানানো বলে সুবর্ন সুযোগটি কাজে লাগাতে পারেনি সে।
ম্যাচের একেবারে শেষ মুহুর্তে দারুণ এক শটে জাওমি কস্তার গোলে ব্যবধান কমায় ভিলারিয়াল। তবে সেটা রিয়ালের জয়ের পথে বাধা হয়ে দাড়াতে পারেনি।