পুরো ফুটবল বিশ্ব মেসি এবং রোনালদোকে বিভক্ত। কারও মতে রোনালদো সেরা এবং কারও মতে মেসি সেরা। সম্প্রতি এই বিতর্কে নাম লেখালেন ম্যানসিটির মিডফিল্ডার গুন্দোগান।
ম্যানসিটির এই তারকার মতে রোনালদোর চেয়ে মেসিই সেরা। মেসি সবার থেকে ভিন্ন বলেই মনে করেন তিনি।
গুন্দোগান বলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদো ওয়ার্ল্ডক্লাস খেলোয়াড়। তবে সেটা মেসির পর। আমার কাছে সে সবার থেকে অন্য পর্যায়ের খেলোয়াড়।”
“আমি মনে করিনা যে আর কোন খেলোয়াড় তার মত আমরা দেখতে পাব। তাই আমাদের উচিত তাকে দেখা এবং উপভোগ করা।”