উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মেসির বিতর্কিত আচরণের জন্য তাকে নিষিদ্ধের দাবী তুলেছিল লিভারপুল ভক্তরা। সেই ম্যাচে মেসি ফ্যাবিনহোকে ঘুষি মেরেছিল। কিন্তু উল্টো রেফারি বার্সার পক্ষে ফ্রিকিক দেয়। সেই ফ্রিকিকে আবার মেসি তিন মিটার জায়গা গোলের দিকে এগিয়ে গিয়ে শট মারেন এবং গোল করেন।
তবে ফ্যাবিনহোকে ঘুষি মারার জন্যই লিভারপুল ভক্তরা মেসিকে নিষিদ্ধের জন্য অনলাইন পিটিশন দায়ের করে। তবে সেটা কোন কাজে আসেনি। উয়েফা মেসিকে নিষিদ্ধ করেনি।
উয়েফা মেসিকে নিষিদ্ধ না করলেও মেসিকে ঠিকই আটকে দিয়েছে লিভারপুল। আনফিল্ডে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে গুনে গুনে বার্সালোনাকে চার গোল দিয়ে ফাইনাল নিশ্চিত করে সালাহ-ফিরমিনো বিহীন লিভারপুল।