স্পানিশ লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেছে বার্সালোনার। কোপা ডেল রের ফাইনালেও উঠে গেছে তারা। সেটাও এখন শিরোপা জেতা সময়ের ব্যাপারই বলা যায়। প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার পর ফাইনালে যাওয়ার লড়াইয়ে শতভাগ মানুষই বার্সাকে এগিয়ে রেখেছিলেন।
অনেকেই একটু আগ বাড়িয়ে বার্সার হাতেই চ্যাম্পিয়নস লিগ দেখেছিলেন। ৩-০ গোলে প্রথম লেগে এগিয়ে থাকা দলের হয়ে এমন স্বপ্ন দেখাই যায়।
বার্সালোনা ক্লাব কর্তারা থেকে শুরু করে খেলোযাড়রা পর্যন্ত কথা বলা শুরু করেছিল ট্রেবল জয় নিয়ে। কিন্তু আনফিল্ডে লাল ঝড়ে সব তছনছ হয়ে গেল বার্সার।
এদিন আনফিল্ডে বার্সালোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল থেকেই বিদায় করে দেয় লিভারপুল। ফলে প্রথম লেগে ৩-০ গোলের জয়ও কোন কাজেই আসলোনা মেসিদের।