রেনেসের বিপক্ষে ফাইনালের পর মাঠ ছাড়ার সময় ভক্তের মুখে আঘাত করেছিলেন নেইমার। সেই কান্ডের পর নেইমারকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।
কিছুদিন আগেই ব্রাজিলের বেশ কয়েকজন সাংবাদিক নেইমারকে জাতীয় দল থেকে নিষিদ্ধের কথা বলেছিলেন। ফ্রান্স ফুটবলও এই বিষয়টি নিয়ে এখন কাজ করছে। হয়তো ৩ থেকে ৮ ম্যাচের নিষেদাজ্ঞা আসতে পারে তার উপর।
এরই মধ্যে ব্রাজিলের সাবেক লিজেন্ড জি রবার্তোও দাবী জানালেন নেইমারকে যেন তার আচরণের জন্য শাস্তি দেয়া হয়।
জি রবার্তো বলেন, “আমি মনে করি কোপা আমেরিকাতে তাকে দলে না রাখা হবে ব্রাজিলের সবচেয়ে বড় ভূল। কেননা, সে ব্রাজিলের প্রধান খেলোয়াড়।”
“তবে আমি মনে করি তার জন্য সেরা শাস্তি হতে পারে তার থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া।”
“আমি মনে করি এটাই নেইমারের নিজেকে খুজে পাওয়ার সঠিক সময়। সঠিক সময় তার কর্মজীবন পরিকল্পনা পুনর্বিবেচনার এবং সবাই তার খেকে কি প্রত্যাশা করে তা জানার।”