বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন

সবাই হিরো, কিন্তু মউরা সুপার হিরো: পচেত্তিনো

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৬১ এই মুহুর্তে
  • শেয়ার করুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গতরাতে ইতিহাস গড়েছে টটেনহাম। আর সেই ইতিহাস গড়ার নায়ক ব্রাজিলিয়ান তারকা লুকাস মউরা।

পিএসজিতে ব্রাত্য হয়ে পড়া লুকাস মউরাকে কিনেছিল টটেনহাম। প্রথম থেকেই কোচের আস্থার প্রতিদান দেয়া এই তারকা ধীরে ধীরে হয়ে উঠেন টটেনহামের অন্যতম সেরা খেলোয়াড়। আর তার টটেনহাম ক্যারিয়ারের এবং খুব সম্ভবত নিজের ক্যারিয়ারের সেরা ম্যাচটি খেললেন গতরাতে বার্সার বিপক্ষে।

এই ম্যাচে আয়াক্সের বিপক্ষে ২-০ গোলে এবং সব মিলিয়ে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর তার হ্যাটট্রিকেই ফাইনাল নিশ্চিত করে স্পার্সরা।

ম্যাচে যখন লুকাস মউরা শেষ গোলটি করেন তখন আনন্দে হাত মাটিতে দিয়ে মুখ নিচের দিকে দিয়ে শুয়ে পড়েন টটেনহাম কোচ পচেত্তিনো। কেঁদেই ফেলেন তিনি। টটেনহাম তাদের ইতিহাসে যে প্রথমবারের মত ফাইনালে উঠল উয়েফার সবচেয়ে বড় আসরে।

গত বছর পচেত্তিনো মউরাকে দলে আসার বল বলেছিলেন, দলে তোমাকে নিজের জায়গা অর্জন করে নিতে হবে। আর সেই পচেত্তিনো গতকাল বলেন, ওরা সবাই হিরো। কিন্তু মউরা সুপার হিরো।

কোচের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারে একজন খেলোয়াড়।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

সেমিফাইনাল খেলার পথে বাংলাদেশের একটাই সমস্যা

বার্সালোনার সামনে সুযোগ রিয়ালকে বিধ্বস্ত করার

তিন ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ তারকা

ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার: বেলিংহাম

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

তিনটি বিষয়ের জন্য মনে হয় বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই রিয়াদ

পিএসজি বনাম নিউক্যাসল, বার্সালোনা বনাম পোর্তো

বেলিংহামের ম্যাজিক, ভালভার্দের বুলেট গোল, আবারও কামব্যাক রিয়ালের