মোট শট ২৭টি, তারমধ্যে টার্গেটে ছিল ৬টি। কিন্তু ম্যাচ শেষে সেই দলটিরই হার। গতরাতে বার্নলীর বিপক্ষে লিভারপুলের এই ম্যাচের পরিসংখ্যান ছিল এমনটাই।
নিজেদের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে বার্নলীর কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি আসে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে।
প্রিমিয়ার লিগে নিজেদের মাটিতে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকার পর ৬৯তম ম্যাচে গিয়ে হারের দেখা পেল লিভারপুল। সর্বশেষ ২০১৭ সালের এপ্রিলে ক্রিষ্টাল প্যালেসের বিপক্ষে হেরেছিল তারা। ৩ বছর ২৭৩ দিন পর তাদের সেই দিনটিই দেখালো বার্নলী।
ইংলিশ ফুটবলে এটা দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ড। চেলসি নিজেদের মাটিতে ৮৬ ম্যাচ অপরাজিত ছিল যা শীর্ষে আছে।
আজকের ম্যাচে এই হারের ফলে লিভারপুলের পয়েন্ট দাড়াল ১৯ ম্যাচ ৩৪। তারা এখন চার নম্বরে থাকলেও টটেনহাম এবং এভারটনের সুযোগ রয়েছে লিভারপুলকে আরও পেছনে ফেলে দেয়ার।