উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে হারিয়েছে পিএসজি। বায়ার্নের মাটিতেই বায়ার্নকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো প্যারিসের জায়ান্টরা।
এই ম্যাচে জোড়া গোল করেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। জোড়া অ্যাসিস্ট করেছেন নেইমার জুনিয়র। একটি গোল করেছেন মার্কুইনহোস।
অন্যদিকে বায়ার্নের হয়ে একটি করে গোল করেছেন এরিক চোপো মটিং এবং থমাস মুলার।
ম্যাচে বল পজিশন, আক্রমন কিংবা শট সব দিকেই পিএসজির থেকে যোজন যোজন এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। বল পজিশনে বায়ার্ন ছিল ৬৪ শতাংশ, মোট ৩১টি শট নিয়েছিল তারা যার মধ্যে ১২টি ছিল টার্গেটে। কিন্তু গোলেই এগিয়ে যায় পিএসজি।
ম্যাচে কোন কিছু বুঝে উঠার আগেই মাত্র ৩মিনিটেই নেইমারের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৮ মিনিটে নেইমারেরই পাস থেকে গোল করে পিএসজির লিড দ্বিগুন করেন মার্কুইনহোস।
তবে ৩৭ মিনিটেই মটিং একটি গোল পরিশোধ করে খেলায় উত্তেজনা নিয়ে আসে। বিরতি পর্যন্ত ম্যাচে ২-১ গোলে এগিয়ে থাকে পিএসজি।
বিরতির পর ৬০ মিনিটের সময় থমাস মুলার গোল করে খেলায সমতা নিয়ে আসেন। তবে ৬৮ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোল ফের এগিয়ে দেয় পিএসজিকে এবং শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।