উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। কিন্তু এই ম্যাচে যদি কোন দলের জয় প্রাপ্য থেকে থাকে তাহলে সেটা ছিল বায়ার্নই।
ম্যাচে ৩০টির বেশি আক্রমন করেছিল তারা। অনটার্গেটেই শট ছিল ১২টি যার মধ্যে গোল হয়েছে মাত্র ২টি। বাকি ১০টি শটই আটকে দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ গোলকিপার নাভাস।
নাভাসের জায়গায় হয়তো অন্য কোন গোলকিপার হলে এই ম্যাচে পিএসজি হেরেও যেতে পারত। আরও একবার এই কোস্টারিকানের নৈপুন্যে রাউন্ড পার হওয়ার স্বপ্ন দেখছে পিএসজি।