Logo

রিসিপশনিষ্টকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্রাজিল লিজেন্ড ফালকাও


sports pratidin প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৩, ৯:৩৩ পূর্বাহ্ন / ২৩৭
রিসিপশনিষ্টকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্রাজিল লিজেন্ড ফালকাও

ব্রাজিলের সাবেক লিজেন্ড ফালকাওয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক তরুণী। ফালকাও সান্তোসে যে ভবনে থাকেন সেই ভবনের রিসিপশনিষ্ট মেয়েটি এই অভিযোগ এনেছে।

ফালকাও অবশ্য তার বিরুদ্ধে আসা এই অভিযোগ অস্বীকার করেছে। তবে তিনি সান্তোসের স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

২৬ বছর বয়সী ওই নারী জানিয়েছেন যে, তিনি দুবার ধর্ষণের শিকার হয়েছেন ফালকাওয়ের দ্বারা। সেখানে থাকা সিসি ক্যামেরায় এই দৃশ্য ধারণ হয়েছে বলেও জানিয়েছেন এই তরুণী।

ফালকাও যখন ওই নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন তখন সেখানে একজন ক্লিনার ছিল বলেও অভিযোগে বলেছেন সেই তরুণী।

যদিও ফালকাও এই অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেছেন। তবে এই অভিযোগ আসার কারণে তিনি সান্তোস ফুটবল ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।