পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ সাবেক পাকিস্তানি লিজেন্ড রমিজ রাজা। সেই প্রশংসা করতে গিয়ে তিনি এমন এক কথা বলে দিয়েছেন যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
বাবর আজম এখন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলছেন। সেখানে গতকাল তিনি গল টাইটান্সের বিপক্ষে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।
সেই ম্যাচ চলাকালীন সময়ে বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ধারাভাষ্যকার হিসেবে থাকা রমিজ রাজা। সেখানেই তিনি এক বেঁফাস মন্তব্য করে বসেন।
রমিজ রাজা বলেন, “আমি অবশ্যই তাকে ভালোবাসি। তাকে বিয়ে করতে চাই।”
আজকেও অবশ্য বাবর আজমের দল কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ রয়েছে এবং আজকে তাদের প্রতিপক্ষ জাফনা কিংস। তবে এই ম্যাচে ২৪ রানের বেশি করতে পারেননি বাবর।
আপনার মতামত লিখুন :