গতকাল অবিশ্বাস্য এক ম্যাচ জিতেছে কিংস ইলিভেন পাঞ্জাব। দিল্লির বিপক্ষে নিশ্চিত হারতে যাওয়া ম্যাচটি জিতে যায় তারা। আর ম্যাচ জয়ের নায়ক স্যাম কুরান।
শেষ দিকে তার বোলিং তোপেই দিক হারায় দিল্লি। হ্যাটট্রিক সহ চারটি উইকেট তুলে নেন কুরান। ম্যাচ শেষে এই তারকার সাথে ভাঙরা স্টাইলে নাচ শুরু করে দেন পাঞ্জাব মালিক প্রীতি জিনতা। যেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে যায়।
কুরান-প্রীতির সেই নাচের ভিডিওটি পোস্ট করা হয় আইপিএলেরই টুইটার অ্যাকাউন্টে। সেখান থেকে এটি ছড়িয়ে পড়ে ভক্ত-সমর্থকদের পোস্ট আর শেয়ারের মাধ্যমে।