মুসলিমরা পরকালে বিশ্বাসী। পরকালে আরও এক অনন্ত জীবন অপেক্ষা করছে সবার জন্য। ইসলাম ধর্মে এটা সবাই বিশ্বাস করে যে মানুষ মৃত্যুর পর আবারও জীবিত হবে এবং সেখানে তাকে জান্নাত অথবা জাহান্নামে অনন্ত কাল থাকতে হবে। সেথানে নেই কোন মৃত্যু। জান্নাতে রয়েছে শান্তি এবং জাহান্নামে রয়েছে কঠিন শাস্তি।
তবে সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে এসে সাফা কবির জানালেন তিনি পরকালে বিশ্বাসী নয়। সাফা কবিরকে চিনলেন তো? বাংলাদেশের নাটকে জনপ্রিয় একজন অভিনেত্রী সাফা কবির।
সাফা কবির কি বলেছিল তা দেখুন ভিডিওতে