ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাঁচা মরার ম্যাচে গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে দলটি। একই সাথে বাঁচিয়ে রেখেছে প্লে অফের আশা।
গতকাল মুম্বাইর বিপক্ষে ম্যাচটি হারলে কার্যত শেষ হয়ে যেত কলকাতার আশা। আর এমন ম্যাচে ঝড় তুললেন বার্থডে বয় আন্দ্রে রাসেল।
হ্যা, ২৯ এপ্রিল আন্দ্রে রাসেলের জন্মদিন। জন্মদিনের কিছু সময় আগে মাঠে নেমেই তান্ডব চালান এই ক্যারিবিয়ান তারকা। মাত্র ৪০ বলে ৮০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি।
তার সাথে ঝড় তুলে বাকিরাও। শুভম্যান গিল ৪৫ বলে ৭৬, ক্রিস লিন ২৯ বলে ৫৪ রান করে আউট হন। কার্তিক ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।
জবাবে হার্ডিক পান্ডের ৩৪ বলে ৯১ রানের টর্নেডোতে আশা জাগালেও বাকিদের ব্যর্থতায় হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ২০ ওভারে তারা ১৯৮ রানই করতে পারে।
৪০ বলে ৮০ রানের তান্ডবের সাথে সাথে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন রাসেল। আর তাতেই ম্যাচ সেরা পুরষ্কার উঠে তার হাতেই। যেন বার্থডের গিফটটা পেয়ে গিয়েছেন ম্যাচেই।