শনিবার ও রোববার পরপর দুবার হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। রোববার সুবীর নন্দীর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে উঠে। হার্টে চারটি ব্লক ছিল, এদিন সকালে চারটি রিং পরানো হয়।
কিন্তু যাকে বাঁচানোর জন্য এত চেষ্টা, সে আর বেশিক্ষন বাঁচেনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তিনি না ফেরার দেশে চলে যান।
ঢাকা ও সিঙ্গাপুরে টানা ১৮ দিন হাসপাতালের বিছানায় নিথর হয়ে পড়েছিলেন নন্দিত এ গায়ক। অবশেষে গত ৩ মে চোখ মেলেন ও মেয়ে ফাল্গুনীকে দেখে কাঁদেন।
চিকিৎসকরা আশার আলো দেখতে পেয়েছিলেন। এমন স্বস্তির খবরের কয়েক ঘণ্টার মধ্যেই ৪ মে ও ৫ মে দুই দফা হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। এরপরই মঙ্গলবার ভোরে না ফেরার দেশে চলে যান এই শিল্পি।