তামিম ইকবাল এখন ব্যস্ত আছেন বাংলাদেশের হয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজকে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে কিভাবে প্রতিপক্ষের বোলারদের শ্বাসন করা যায় সেটাই হয়তো চিন্তা করছেন তামিম।
এইদিকে তামিমের ছেলে আরহামের তাই বেশির ভাগ সময় কাটে মায়ের সাথে। মা ও ছেলের বিভিন্ন সময়ের মজার মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তেমনই একটি মজার মুহূর্ত এবার পোষ্ট করেছেন তামিমের স্ত্রী আয়েশা।
পোষ্টটি ছিল রাতে ঘুমানোর আগে। পোষ্টে তামিমের স্ত্রী লিখেন,
আমি: আরহাম, ঘুমের দোয়া পড়ো
আরহাম: ঘুমের দোয়া, ঘুমের দোয়া, ঘুমের দোয়া।