বার্সালোনা মিডফিল্ডার ডি জংকে কেনার জন্য অনেক চেষ্টা করেছিল ম্যানইউ। গত সামারের প্রায় পুরোটা সময় তার পেছে ছুটেছিল ইংলিশ ক্লাবটি। বার্সালোনাও রাজি ছিল তাকে বিক্রি করতে।
বার্সার সঙ্গে তো ম্যানইউর সমঝোতা হয়েই গিয়েছিল। কিন্তু ডি জং আসতে রাজি হয়নি ম্যানইউতে, সে বার্সালোনা ছেড়ে ম্যানইউতে আসতে চায়নি, তাই চুক্তিটা শেষ পর্যন্ত হয়নি।
ডি জংকে না পেয়ে ম্যানইউ হঠাৎ করেই ক্যাসমিরোর দিকে নজর দেয় এবং মাত্র একদিনের মধ্যেই চুক্তিটা হয়ে যায়। ৭০ মিলিয়ন ইউরোতে ক্যাসমিরোকে কিনে আনে ম্যানইউ।
তবে এটা যেন ম্যানইউর জন্য ভালোই হয়েছে। যদি তারা ডি জংকে কিনত তাহলে ক্যাসমিরোকে পেত না। আর ক্যাসমিরোকে না পেলে তাদের বর্তমান যে ছন্দ, সেটাও হয়তো থাকত না।
ক্যাসমিরো এখন ম্যানইউর মিডফিল্ডের প্রান। যেমনটা তিনি রিয়াল মাদ্রিদে করেছেন, তেমনটাই তিনি ম্যানইউতে করছেন। ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত পারফর্ম করছেন।
রিয়াল মাদ্রিদ যে ক্যাসমিরোকে উপভোগ করেছে, সেই ক্যাসমিরোকে এখন উপভোগ করছে ম্যানইউ। ক্যাসমিরো না থাকলে হয়তো ম্যানইউ আজকের মত অবস্থানে নাও থাকতে পারত।