স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র চলতি মৌসুমে রিয়ালের আক্রমন ভাগকে নেতৃত্ব দিচ্ছেন। রিয়াল মাদ্রিদের আক্রমনের অর্ধেকেরও বেশি তার হাত ধরেই আসে।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়াস জুনিয়র। আর এই ভিনিসিয়াসকেই নাকি বিক্রি করে দিতে পারে রিয়াল মাদ্রিদ?
ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ কিনেছে ভবিষ্যতের কথা বিবেচনা করেই। সে আগামী অন্তত এক যুগ রিয়ালকে নেতৃত্ব দিবে এমনটাই প্রত্যাশা রিয়াল মাদ্রিদের।
কিন্তু এরমধ্যেই হঠাৎ করে ভিনিসিয়াসকে বিক্রির সম্ভাবনা দেখছেন এল চিরিংগুইতো প্রোগ্রামের জোসেপ পেড্রেরোল। তিনি বলেছেন, এমবাপ্পেকে পেতে হলে ভিনিসিয়াসকে বিক্রি করতে হতে পারে।
আগামী সামারে এমবাপ্পেকে বিক্রির সম্ভাবনা রয়েছে পিএসজির। যদি তাকে কিনতে পারে রিয়াল মাদ্রিদ, তাহলে ভিনিসিয়াসকে হারাতে হতে পারে এমনটাই জানিয়েছেন তিনি।
কিন্তু কথা হচ্ছে, এই ভিনিসিয়াস যখন ফিনিশিংয়ের জন্য সমালোচিত ছিল, তখনই বিক্রি করেনি রিয়াল মাদ্রিদ। তখন তাকে দিলে সেই ২০২১ সালেই এমবাপ্পেকে পেয়ে যেত রিয়াল। সেই ভিনিসিয়াসকে কি এখন বিক্রি করবে?
এটা হয়তো একটা সামান্য রিউমারেই সীমাবদ্ধ থাকবে। কেননা, ভিনিসিয়াসের মত প্লেয়ারকে বিক্রির মত ভুল নিশ্চয়ই রিয়াল মাদ্রিদ করবে না।