ইনজুরি কাটিয়ে নেইমার আবারও অনুশীলনে ফিরেছেন। তিনি পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন, কিন্তু এটাই হয়তো শেষ অনুশীলন তার পিএসজিতে। আগামী মৌসুমে আর নাও দেখা যেতে পারে।
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র আগামী সামারে ক্লাব ছাড়বেন এটা অনেকটাই নিশ্চিত। নেইমার অন্যান্য সময় ক্লাব ছাড়তে রাজি না হলেও এবার পরিস্থিতি অন্যরকম।
পিএসজি তাকে বিক্রি করতে চায়, আর নেইমারও তাই ক্লাব ছাড়তে চায়। কিন্তু তাকে কিনতে চায় কারা? কোন ক্লাব হতে পারে তার ঠিকানা?
শোনা যাচ্ছে ইপিএলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই ক্লাবগুলোর মধ্যে ম্যানসিটির সঙ্গে রিউমার কিন্তু জোড়ালো নয়।
তবে শেষ পর্যন্ত ম্যানসিটিতে নেইমারকে দেখা গেলেও যেতে পারে গার্দিওলার কারণে। ফ্রান্সের গনমাধ্যম এলইকুইপ জানিয়েছে, গার্দিওলা নিজে ফোন করেছিলেন নেইমারের কাছে এবং তার ইচ্ছার কথা জানতে চেয়েছিলেন।
নেইমার ম্যানসিটিতে খেলার সুযোগ পেলে হয়তো মিস করতে চাইবেন না। যদিও এই মুহূর্তে তার ম্যানসিটিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে।