ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের ট্রান্সফার নিয়ে মাতামাতি কম হয়নি। বিভিন্ন দলের সঙ্গে রিউমারের পর অবশেষে তিনি চলে গেলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে।
পিএসজি এবং আল হিলালের মধ্যে সমঝোতা হয়েছে। নেইমারকে বিক্রি করে আল হিলালের কাছে পিএসজি পাবে ১০০ মিলিয়নের কাছাকাছি।
আর নেইমার আল হিলালে বছরে ১৬০ মিলিয়ন ইউরো বেতন পাবে। তিনি আল হিলালে দুই বছরের চুক্তিতে যাচ্ছেন। সেখানে নাম্বার টেন জার্সি পাবেন তিনি।
কিন্তু ইউরোপে এত ক্লাব থাকতে নেইমার কেন আল হিলালে গেলেন? বার্সালোনা না হয় তার জন্য ট্রান্সফার ফি দিতে রাজি হয়নি, কিন্তু এমন কি কোন ক্লাব ছিল না যারা নেইমারকে কিনতে পারে?
পিএসজি তো লোনের অফারও খোলা রেখেছিল। তাহলে কোন ক্লাব কি তাকে লোনে + কেনার অপশনে কিনতে রাজি ছিল না? নাকি নেইমার নিজেই কোন ক্লাবে যেতে চাননি?
নেইমার কি পারতেন না বড় ক্লাব না হোক, টপ ফোরের জন্য লড়াই করে এমন ক্লাবের কাছে অফার করতে? তিনি কি সেটা করেছেন? নাকি সেখানে বেতন কম পেতেন সেজন্য চেষ্টা করেননি? উত্তর হয়তো নেইমারই দিতে পারবে।
আপনার মতামত লিখুন :