সদ্যই ইনজুরি থেকে ফিরেছিলেন সাকিব আল হাসান। এই ইনজুরির জন্য জাতীয় দলের ম্যাচেও খেলতে পারেননি তিনি। তবে জাতীয় দলে না খেললেও ইনজুরি থেকে ফিরে আইপিএলের ম্যাচে খেলতে গিয়েছেছেন সাকিব।
সেখানে সাকিব গেলেও হয়তো মন থেকে বোর্ড চাচ্ছিলনা তাকে যেতে দিতে। সেটা বুঝা গিয়েছিল তাদের কথাতেই। তবে শেষ পর্যন্ত যেতে দিলেও সাকিব নিজের প্রতি খেয়াল রেখেই ম্যাচ খেলবেন এমনটাই আশা করেছিলেন বোর্ড কর্তারা।
সাকিব অবশ্য গিয়েই প্রথম ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বোলিংয়ে শুরুটা ভালো করেছিলেন। তবে শেষে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন এবং প্রচুর রান দিয়ে ভীলেন হয়ে যান।
এরপর সানরাইজার্স তিনটি ম্যাচে খেললেও সাকিবের আর সুযোগ হয়নি মাঠে নামার।
এটা এক দিক থেকে বাংলাদেশের জন্যই ভালো হয়েছে। বিশ্বকাপের আগে যে শঙ্কা, সেই ইনজুরি নিয়ে খেলতে হচ্ছেনা তাকে। বিশ্রামে থাকছেন আবার দলের সাথে অনুশীলনও করছেন। সব দিক মিলিয়ে বাংলাদেশের জন্য ভালোই হচ্ছে বলা যায়।