আরসিবির হয়ে মাঝপথে খেলার জন্য যোগ দিয়ে ইনজুরিতে পড়ে আইপিএল ছেড়েছেন আগেই ডেল স্টেইন। বিশ্বকাপের আগে পরিপূর্ন ফিট হওয়া নিয়েও আছে শঙ্কা।
কিছুদিন আগে ইনজুরিতে পড়েন অন্যতম সেরা পেসার রাবাদা। পিঠের ইনজুরিতে পড়ে তিনিও এখন নিজ দেশে ফিরে গেছেন। বিশ্বকাপ খেলা নিয়ে তারও রয়েছে শঙ্কা।
স্টেইন রাবাদাকে ছাড়া লুনঙ্গি এনগিদি ও অ্যানরিচ নর্টজে আছেন প্রোটিয়া স্কোয়াডে। এই দুই তারকাও আছেন ইনজুরিতে।
প্রথম দুই তারকা ইনজুরিতে পড়েছেন আইপিএল খেলতে গিয়েই। অন্য দুজনেরও খেলার কথা ছিল আইপিএল।
আর এই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটা ছিল অসাধারণ এক সিদ্ধান্ত।
মুস্তাফিজ যথেষ্ট ইনজুরি প্রবন একজন খেলোয়াড়। এর আগে আইপিএল থেকে এসেছেন ইনজুরি নিয়ে। ইংল্যান্ডেও গিয়েছিলেন খেলতে, ফিরেছেন ইনজুরি নিয়ে। তাই বিসিবি এবার বিশ্বকাপে ফিট মুস্তাফিজকে পাওয়ার জন্য তাকে আইপিএলের অনুমতিই দেয়নি।