সাবেক বার্সালোনা সভাপতি বার্তামেউ যে কয়েকটা ভুল করেছেন তারমধ্যে তার সর্বশেষ ভুলটা সম্ভবত ছিল লুইস সুয়ারেজকে ছেড়ে দেয়া। সেটাও আবার প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে।
ডিয়েগো সিমিওনের একজন কিলার প্রয়োজন ছিল এবং সে সেটা গিফট পেয়েছে বার্সালোনার কাছ থেকে। সেই কিলারই এখন অ্যাতলেটিকোর প্রান।
সুয়ারেজ চলতি মৌসুমে লা লিগায় ১১টি গোল করেছে। তার দল অ্যাতলেটিকো মাদ্রিদ এখন রিয়াল মাদ্রিদের থেকে এক ম্যাচ কম খেলে রিয়ালের থেকে ৭ ও বার্সার থেকে ১০ পয়েন্ট এগিয়ে আছে।
সুয়ারেজকে অ্যাতলেটিকো মাদ্রিদ পেয়েছে ফ্রিতেই। বার্তামেউর পক্ষ থেকে যেন সেটা ছিল গিফট। তবে যাতে কেউ এটা গিফট বলতে না পারে সেজন্য সামান্য একটি শর্ত রেখেছিল চুক্তিতে। যদি অ্যাতলেটিকো আগামী দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যেতে পারে তাহলে (৩+৩) ৬ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সাকে।
it is the huge mistakes of Barcelona’s president.