ভবিষ্যতের কথা বিবেচনা করে বার্সালোনা যেসব প্লেয়ার কিনেছিল তাদের মধ্যে একজন ছিল ত্রিনকাও। পর্তুগালের এই প্লেয়ারকে কেনার পর অবশ্য তাকে নিয়ে সুবিধা করতে পারেনি বার্সালোনা।
ফলে বার্সাতে ব্রাত্য হয়ে পরে সে। এমন অবস্থায় নিয়মিত খেলার জন্য বার্সা থেকে বের হয়ে উলভসে আসে লোনে। আর সেখানে নিজেকে অন্যরকম ভাবেই প্রতিষ্ঠিত করেছে সে।
উলভসে গিয়ে অবশ্য গোল অ্যাসিস্টের বন্যা বইয়ে দিয়েছেন এমনটা নয়, তবে পারফর্মেন্সে রয়েছে উন্নতির ছাপ এবং খেলছেন নিয়মিতই যেটা বার্সালোনাতে পাননি।
চলতি মৌসুমে ইউরোপে সর্বোচ্চ নাটমেগ করা প্লেয়ারদের তালিকায় উপরের দিকেই আছেন তিনি। ১০টি নাটমেগ করেছেন তিনি। তার উপরে আছে ওয়াটফোর্ডের ডেনিস যিনি করেছেন ১২টি, লেভারকুসেনের ডিয়াবি ও ভেরনার কাপ্রারি যারা উভয়েই করেছে ১১টি করে।
কিন্তু যদি প্রতি ৯০ মিনিটে সফল নাটমেগের কথা আসে তাহলে সেখানে সবার উপরে ত্রিনকাও। ০.৯৬ শতাংশ সফলতা তার যেখানে ১২টি নাটমেগ করা ডেনিসের হার ০.৭৮।