নিজেদের অপরাজিত থাকার রেকর্ড বাড়িয়েই নিচ্ছে আর্জেন্টাইনরা। একের পর এক ম্যাচে তারা তুলে নিচ্ছে জয় যার সর্বশেষটা এসেছে ইউরোপের দল এস্তোনিয়ার বিপক্ষে।
র্যাংকিংয়ে ১১০ নম্বরে থাকা এস্তোনিয়ার বিপক্ষে গতরাতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং এই ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে পরাজিত করেছে লিওনেল মেসির দলটি। ম্যাচে একাই ৫টি গোল করেন মেসি।
এই ম্যাচে জয়ের মাধ্যমে টানা ৩৩ টি ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে তারা। নিজেদের ইতিহাসে আর্জেন্টিনা এত ম্যাচ আর কখনওই অপরাজিত থাকতে পারেনি। এর আগে ১৯৯১-৯৩ সময়ে আর্জেন্টিনা টানা ৩১ ম্যাচ অপরাজিত ছিল।