চলতি মৌসুমে লিগ ওয়ানে নিজেদের ২২তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল পিএসজি। নেইমার এবং এমবাপ্পে বিহীন এই ম্যাচে লিওনেল মেসি ও হাকিমির গোলে জয় পেয়েছে পিএসজি।
তুলুসের বিপক্ষে ম্যাচটিতে প্রথমে পিছিয়ে পরেছিল পিএসজি। পরে হাকিমি এবং মেসি গোল করে পূর্ন পয়েন্ট এনে দেন পিএসজিকে।
এই ম্যাচে গোলের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্বিতীয় ফুটবলার হিসেবে গোল এবং অ্যাসিস্টের ডাবল ফিগার স্পর্শ করেছেন লিওনেল মেসি। তার আগে এটা করেছে নেইমার জুনিয়র।
চলতি মৌসুমে লিগ ওয়ানে নেইমার ১২টি গোল করেছেন এবং ১০টি অ্যাসিস্ট করেছেন। আজকে গোলের মাধ্যমে মেসির ১০ গোল এবং ১০টি অ্যাসিস্ট পূর্ণ হল।