উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন আরেক রিয়াল মাদ্রিদ তরুণ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। মাত্র ২২ বছর বয়সেই ভেঙেছেন এই রেকর্ড।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ আজকের সেমিফাইনাল সহ মোট ১১টি ম্যাচ খেলেছে। গ্রুপ পর্বে ৬টি, দ্বিতীয় রাউন্ডে দুটি, কোয়ার্টার ফাইনালে দুটি এবং সেমিফাইনালের প্রথম লেগ চলছে। এছাড়া গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেছিলেন তিনি।
ক্রিশ্চিয়ানো রোনালদোর এই রেকর্ড ভাঙার পথে ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের বড় বড় দলগুলোকে শিকার বানিয়েছেন। লিভারপুল, ম্যানসিটি, চেলসি, পিএসজির মত ক্লাবগুলোকে শিকার বানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :