চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ এবং ঘরোয়া কাপ হারিয়ে একমাত্র বড় শিরোপা লিগ ওয়ান শিরোপা জয়ের স্বাদ পেয়েছে পিএসজি। গতরাতে স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র করে তারা জয় পেয়েছে।
এবারের আসরে পিএসজির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল লেনস। তারা নিজেদের ৩৭তম ম্যাচে তাদের কাজটি ঠিকঠাক করেছিল। কিন্তু পিএসজি আর পয়েন্ট হারিয়ে তাদের সুযোগ দেয়নি।
স্ট্রাসবার্গের বিপক্ষে এক পয়েন্ট পেলেই পিএসজি জিতবে শিরোপা এমনটাই ছিল সমীকরণ। এই ম্যাচের ৫৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ৭৯ মিনিটে কেভিন গ্রামেইরো গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের। এটা অবশ্য আশা দেখিয়েছিল লেনসকে। যদি এই ম্যাচে গ্রামেইরো জিতত তাহলে শিরোপার রেস শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকত।
কিন্তু আর সেটা নেই। শেষ ম্যাচে যদি পিএসজি হেরে যায় এবং লেনস জিতে, তাহলেও তারা পিএসজির থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকবে।
এই ম্যাচে গোল এবং শিরোপা জয়ের মাধ্যমে দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে খেলা প্লেয়ারদের মধ্যে এতদিন ৪৯৫ গোল করে সবার উপরে ছিলেন রোনালদো। এখন সেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন মেসি। তার গোলের সংখ্যা ৪৯৬টি। আর রোনালদো তো সৌদি আরবেই চলে এসেছেন।
একই সঙ্গে এই ম্যাচে শিরোপা জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারে শিরোপা সংখ্যাটাকে ৪৩’এ নিয়ে এসেছেন মেসি। দানি আলভেসের সঙ্গে এখন সর্বোচ্চ শিরোপা জয়ের মালিক তিনি।