Logo

ব্রাজিলের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টদাতার পুরষ্কার নেইমারের


sports pratidin প্রকাশের সময় : জুন ২৮, ২০২৩, ৬:১৮ পূর্বাহ্ন / ৯৮৫
ব্রাজিলের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টদাতার পুরষ্কার নেইমারের

গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার জুনিয়র ব্রাজিলকে এগিয়ে দেওয়ার যে গোলটি করেছিলেন সেটা হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৭তম গোল। সংখ্যায় আ ব্রাজিলের জার্সিতে যা সর্বোচ্চ।

ব্রাজিলের সাবেক লিজেন্ড পেলেও ৭৭টি গোল করেছেন। তবে নেইমার জুনিয়র তাকে স্পর্শ করেছিলেন গত বিশ্বকাপে। যদি তিনি সুস্থ থাকতেন তাহলে হয়তো এতদিনে পেলেকে ছাড়িয়েও যেতেন।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড তো আগেই করে রেখেছিলেন তিনি। এবার সেটার জন্য সম্মাননা পেলেন নেইমার। সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্টের জন্য সম্মানসূচক পুরষ্কার তুলে দেওয়া হয় নেইমারের হাতে।

পুরষ্কারের মঞ্চে দাঁড়িয়ে নেইমার আরও একবার ব্রাজিলের জার্সিতে ফেরার আকাঙ্খা ব্যক্ত করেছেন।