আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন। ক্যারিয়ারে সকল কিছু অর্জন করে তিনি এখন মেজর সকার লিগে খেলছেন।
মেসি আগেই বলেছিলেন এখন তিনি সময়টা কেবল উপভোগ করতে চান। আর সেই কারণেই কম চাপের জন্য মেজর সকার লিগকেই বেছে নিয়েছেন।
তবে মেজর সকার লিগে যাওয়ার আগে মেসি পুরো ফুটবল ইতিহাসের অনেক পাতা নতুন করে লিখিয়েছেন। অনেক রেকর্ড তিনি করেছেন।
এসব রেকর্ডের মধ্যে এমন অনেক রেকর্ড আছে যেগুলো ভাঙা কঠিন। তবে এমন আটটি রেকর্ড আছে যা ভাঙা শুধু কঠিনই নয়, রীতিমত অসম্ভবও বটে।
বর্তমানে গোল মেশিন হিসেবে পরিচিত হালান্ড কিংবা এমবাপ্পেরাও এই রেকর্ড ভাঙা তো দূর, কাছাকাছিও যেতে পারে কিনা সন্দেহ আছে। কি সেই আট রেকর্ড?
আপনার মতামত লিখুন :