ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল। চলতি মাসেই এই দুই সুপার জায়ান্ট সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে।
ম্যাচটি হবে ব্রাজিলের মাটিতে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। আর এই ম্যাচের আগে ব্রাজিল এবং আর্জেন্টিনার অবস্থা পুরোপুরি বিপরীত মেরুতে।
ব্রাজিল চলতি বাছাই পর্বে প্রথম চারটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটি, হেরেছে একটি, ড্র করেছে একটি ম্যাচে। অন্যদিকে আর্জেন্টিনা চার ম্যাচের সবগুলোতেই পেয়েছে জয়।
চলতি বাছাই পর্বে আর্জেন্টিনা উড়ছে। ব্রাজিলের অবস্থা খারাপ। কিন্তু এই বাছাই পর্বের লড়াইয়ে আবার ব্রাজিলের বিপক্ষে অবস্থা খারাপ মেসির।
শুধু বাছাই পর্বে নয়, প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে লিওনেল মেসি যেন একেবারেই অসহায়। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে মেসি ব্রাজিলকে মাত্র একবারই হারাতে পেরেছিল। সেটা ছিল ২০২১ কোপা আমেরিকায়।
ব্রাজিলের বিপক্ষে মেসির মোট ম্যাচ, গোল, জয়, পরাজয় নিয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে:
আপনার মতামত লিখুন :