আইপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে সানরাইজার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এই রেকর্ড গড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও বেয়ারস্টো।
আইপিএলের আজকের ম্যাচে তারা দুজনে মিলে ওপেনিং জুটিতে রান করেছেন ১৮৫। আর ওপেনিংয়ে ১৮৫ রান করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন এই দুই তারকা।
এর আগে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল কলকাতার গৌতম গম্ভীর ও ক্রিস লিনের। তারা ২০১৭ সালে ১৮৪ রান করেছিল।