ইতালিয়ান সিরিএ তে গত রাতে মাঠে নেমেছিল আটলান্টা। তাদের প্রতিপক্ষ ছিল বুলোগনা। ম্যাচে আটলান্টা ৪-১ গোলে জয় লাভ করে। আর এই ম্যাচেই ৮৭ বছরের রেকর্ড ভাঙে দলটি।
ম্যাচে চারটি গোল আসে প্রথম ১৫ মিনিটের মধ্যেই। ৩,৫,৯ ও ১৫ এই সময়ে আসে চারটি গোল। আর তাতেই তৈরি হয় ইতিহাস।
১৯৩২ সালের পর এই প্রথম ইতালিয়ান সিরিএ তে কোন দল প্রথম ১৫ মিনিটেই ৪ গোল করেছে।
আটলান্টা এখন আছে লিগে ৫ম স্থানে। সেরা চারটি দল যাবে চ্যাম্পিয়নসলিগে।